Get Flower Effect

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

কম্পিউটারের আবিষ্কার কাল...

বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি তা একদিনে গঠিত হয় নি কম্পিউটারের আবিষ্কার কালকে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে নিচে এগুলো সমন্ধে দেওয়া হল আশা করি আপনাদের উপকারে আসবে

 
প্রথম প্রজন্ম (১৯৪০-১৯৫৬) : ইলেকট্রনিক কম্পিউটার তৈরির প্রচেষ্টা শুরু হয় ১৯৪০ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মউসলি ১৯৪৫ সালে "ENIAC" নামের একটি কম্পিউটার তৈরি করেন এটির ওজন ছিল ৩০ টন এতে ১৮০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হয় এটি চালাতে ২০০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হতো

 
দ্বিতীয় প্রজন্ম (১৯৫৬-১৯৬৩) : ১৯৪৮ সালে ট্রানজিস্টার আবিষ্কৃত হয় ষাটের দশকে দৈত্যাকৃতি ভ্যাকুয়াম টিউব এর বদলে ট্রানজিস্টার ব্যবহার করা হয় ফলে কম্পিউটারের আকার ছোট হয়ে আসে, দাম কমে যায়, কাজের গতি বাড়ে এবং বিদ্যুৎ খরচ ব্যাপক হারে কমে যায়

 
তৃতীয় প্রজন্ম (১৯৬৪-১৯৭১) : মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট (MIC) ব্যবহার করার মাধ্যমে IBM তৃতীয় প্রজন্ম কম্পিউটারের প্রবর্তন করে ইনটেল কোম্পানি ১৯৭১ সালে “MSC-4” মাইক্রোপ্রসেসর তৈরি করে এই প্রজন্ম থেকেই টিভির পর্দার মতো কম্পিউটারের পর্দার প্রবর্তন করা হয় বাংলাদেশের জন্য এই প্রজন্ম খুবই গুরুত্বপূর্ণ কারন সর্বপ্রথম ১৯৬৪ সালে বাংলাদেশের পরমাণু শক্তিকেন্দ্রে “IBM-1620” কম্পিউটার ব্যবহার করা হয়

 
চতুর্থ প্রজন্ম (১৯৭১-বর্তমান) : এই প্রজন্মে মাইক্রোপ্রসেসর ব্যবহার শুরু হয় এইসময় কি-বোর্ডের পাশাপাশি মাউসের ব্যবহার শুরু হয় এইসময়ই হার্ডডিস্ক আবিষ্কৃত হয় এইসময় ভেনিস রিচিসি প্রোগ্রামিংআবিষ্কার করেন ১৯৭৫ সালে বিখ্যাতমাইক্রোসফট কোম্পানিযাত্রা শুরু করে

 
পঞ্চম প্রজন্ম (ভবিষ্যৎ) : ???


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com