Get Flower Effect

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

নিজের পছন্দ করা ওয়ালপেপার কালেকশন দিয়ে উইন্ডোজ সেভেন থিম তৈরি করুন ...

প্রথমেই আপনাকে আপনার পছন্দ করা কিছু ওয়ালপেপার কালেকশন করুন তারপরে C ড্রাইভে প্রবেশ করুন
C:\Windows\Web\Wallpaper\Windows

সহজ অর্থেঃ
তারপরে Windows ফোল্ডারের Web ফোল্ডারে সেখানে Wallpaper নামক ফোল্ডার দেখতে পাবেন তারপর Windows ফোল্ডারে একটি ডিফল্ট ওয়ালপেপার দেখতে পাবেন সেখাকে আপনার পছন্দের ওয়ালপেপারগুলো সেখানে কপি করুন

তারপর ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Personalization ক্লিক করুন নিচে Desktop Background দেখতে পাবেন ওখানে ক্লিক করুন

নিচেই আপনার কালেকশনে রাখা ওয়ালপেপারগুলো দেখতে পাবেন Shuffle বাটনটির মার্কটি উঠিয়ে দিন Change picture Every তে মিনিট দিন তাহলে প্রতি মিনিট পরপর আপনার ডেস্কটপের ওয়ালপেপারগুলো চেন্জ হবে পরে Save Change ক্লিক করে বের হয়ে আসুন পরে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Personalization যান এবং ওখানে My Theme দেখতে পাবেন ওই থিমটির উপর রাইট বাটন ক্লিক করে Save Theme ক্লিক করুন বন্ধুদের সাথে আপনার তৈরি করু থিমটি শেয়ার করতে চাইলে Save Theme for Sharing ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com