Get Flower Effect

শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

মাউস দিয়ে স্ক্যান ...

জরুরি কোনো তথ্য, ছবি বা কাগজ স্ক্যান করার প্রয়োজন পড়লে এখন আর স্ক্যানারের খোঁজ করার দরকার পড়বে না; শুধু স্ক্যান করতে পারে এরকম একটি মাউস থাকলেই হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইরিশ এমন একটি কম্পিউটার মাউস তৈরি করেছে যা স্ক্যানার হিসেবেও ব্যবহার করা যায়
উইন্ডোজনির্ভর কম্পিউটার উপযোগী এই কম্পিউটার মাউসটির নামআইরিশস্ক্যান
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের এক প্রতিবেদন অনুযায়ী, সাধারণ কম্পিউটার মাউসের মতোই কাজ করেআইরিশস্ক্যান 

তবে এর বাম ডান বাটন স্ক্রল চেপে একে স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায় মাউসের বামদিকের বাটনটি চেপে প্রয়োজনীয় তথ্যটির ওপরে নিয়ে মাউসটি একপাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে স্ক্যান হতে থাকে মাউসের সঙ্গে থাকা সফটওয়্যার রিয়েল টাইমে স্ক্যান করা তথ্য কম্পিউটারের মনিটরে দেখায় মাউস থেকেই সরাসরি স্ক্যান করা কপি প্রিন্ট দেওয়া যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com