আজ আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলব যা কিনা ব্লগিং করে আয়ের অন্যতম একটি মাধ্যম।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
সহজ কথায় আপনি কারো কোন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রয় করতে সাহায্য করবেন, বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন। আর অনেক সময় এই কমিশনের পরিমাণ দেখে আপনি সত্যিই টাস্কি খাবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি চমৎকার উদাহরণঃ
HostGator হচ্ছে বিশ্বের প্রথম সারির একটি হোষ্টিং প্রোভাইডার কোম্পানী।
এই কোম্পানীর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করলে যদি কেউ
আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে HostGator-এ হোষ্টিং নেয় অর্থাৎ
একাউন্ট খুলে তবে আপনি প্রতিটি একাউন্টের জন্য ৫০ ডলার করে পাবেন।
আর কোন মাসে যদি আপনার মাধ্যমে HostGator ২১ বা তার বেশি একাউন্ট
পায় তবে প্রতিটি একাউন্টের জন্য আপনি পাবেন ১২৫ ডলার!! অর্থাৎ ২১ টি
একাউন্ট থেকে আপনি পাবেন ২১*১২৫ = ২৬২৫ ডলার যা কিনা দুই লক্ষাধিক
টাকার সমান!!!
আমি আমার পরবর্তী পোষ্টে আপনাদের জানাবো ৩ প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এবং ব্যাখ্যা করবো যে কোনটি সবচেয়ে বেশি ফলপ্রসূ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন