Get Flower Effect

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

FIREFOX HIGH SPEED NOW..

প্রথমে Mozilla Firefox ওপেন করুন। এবার Address bar
about:config লিখে Enter চাপুন। এখন একটা Warning Report 
আসতে পারে।যদি আসে তাহলে I will be careful ক্লিক করুন। এবার 
একটা বিশাল বড় পেজ আসবে এখানে অনেক কিছু লেখা আছে এগুলো 
সবই সেটিংস! ভয় পাবেন না আমি এতগুলো পরিবর্তন করতে বলছি না আমি আপনাদের গুনে গুনে নয়টা সেটিং পরিবর্তন করতে বলব 
আপনারা কেবল নামটা খুজে বের করে নিবেন। আমার কথা বিশ্বাস করুন এটা মোটেই কোনো কঠিন কাজ নয়


1. network.http.max-connection-per-server ডাবল ক্লিক করুন এবং32 লিখে Ok ক্লিক করুন

2. network.http.max-persistent-connections-per-proxy ক্লিক করে 16 লিখে Ok চাপুন

3. network.http.max-connections ক্লিক করে 64 লিখে Ok চাপুন

4. network.http.max-persistent-connections-per-server ক্লিক করে 10 লিখে Ok চাপুন

5. network.http.pipelining ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে

6. network.http.pipelining.maxrequests ক্লিক করে 200 লিখে Ok চাপুন

7. network.http.request.max-start-delay ক্লিক করে 0 লিখে Ok চাপুন

8. network.http.proxy.pipelining ডাবল ক্লিক করুন এতে false থেকে True সিলেক্ট হবে

9. network.http.proxy.version ক্লিক করে 1.0 লিখে Ok চাপুন

এবার সর্বশেষ কাজ। যেকোনো জায়গায় Right Mouse ক্লিক করুন এবং New থেকে Integer সিলেক্ট করুন। এখন এটার নাম দিন  nglayout.initialpaint.delay এবং Ok চাপুন। এবার 0 লি
খে Ok চাপুন। ব্যাস কাজ শেষ। এখন একবার Reload চেপে যেকোনো সাইট ব্রাউজ করা শুরু করুন। পরিবর্তন নিজেই টের পাবেন

যদি কারো উপকারে আসো তো ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com