আজ
আপনাদের জানাব কি ভাবে আপনার কম্পিউটার হ্যাং হউয়া থেকে বাচাবেন ঃ-
র্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায় এবং একসঙ্গে একাধিক প্রোগ্সফটওয়ার চালালে প্রায়ই কম্পিউটার হ্যাং করে।
ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে এ সমসস্যা কিছুটা পরিত্রাণ পেতে পারেন।
প্রথমে My Computer-এ ডান ক্লিক করে Properties-এ যান।এবার Advance-এ ক্লিককরে Performance-এর
settings-এ ক্লিক করুন।আবার Advance-এ ক্লিক করুন।এখন Change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির custom Initial Size-এ
আপনার ইচ্ছামতো Size-এর দুইগুন এবং Maximum Size-এ র্যাম-এর চার গুন দিলে ভালো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন