Get Flower Effect

শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

হার্ডডিস্কের পার্টিশন লুকিয়ে রাখুন...

অনেক সময় আপনাকে বাসার ভাইবোন বা বন্ধু-বান্ধবের সাথে কম্পিউটার 

শেয়ার করতে হয়। কিন্তু আপনি চাননা আপনার হার্ডডিস্কে কি আছে ওরা তা 

জানুক। এর জন্য আপনি হয়তো কোন সফটওয়্যার ব্যবহার করেন, কিন্তু যদি 

আপনি এত সব ঝামেলায় না যেয়ে পুরো ড্রাইভটাকেই লুকিয়ে রাখতে চান তা 

হলে এই টিপস আপনার জন্য। এর জন্য আপনাকে শুধু আপনার গ্রুপ 

পলিসীতে সামান্য পরিবর্তন করতে হবে। এর জন্য নীচের ইন্সট্রাকশনগুলো 

খেয়াল করুন।

১. Start > Run > টাইপ করুন gpedit.msc

২. User Configuration>  Administration Template > Windows 

Components > Windows Explorer

৩. এরপর দেখবেন ডানদিকে লেখা আছে “Hide these specific drives in 

my computer”

৪. এরপর Properties খুলে যে ড্রাইভটি লুকোতে চান সেটি সিলেক্ট করে 

Enable করে দিন।

৫. Ok ক্লিক করে ফলাফল দেখতে বের হয়ে আসুন।

তবে কথা আছে। এই নিয়মে শুধু আপনি মাই কম্পিউটার থেকে ড্রাইভ লুকাতে 

পারবেন। আপনার ভাইবোন বা বন্ধু-বান্ধব যদি এক্সপার্ট হয়ে থাকে তবে তারা 

সহজেই  রান কমান্ড. ডস, শর্টকাট এমনকি কম্পিউটার ম্যানেজমেন্ট ব্যবহার 

করে ড্রাইভ ব্যবহার করতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com