কম্পিউটার গেম ছোট বড় সবারই প্রিয়।
সময় সুযোগ পেলেই আমরা গেম খেলতে বসে পড়ি।
কম্পিউটার গেম খেলতে গিয়ে আমরা সাধারণত:
যেসব সমস্যার সম্মুখীন হই আজকে সেসব সমস্যার
সমাধান নিয়ে আলোচনা করব। আমরা খেলতে
গিয়ে কখনো অজানা বা গেমের ইন্সট্রাকশনে দেয়া
নেই এমন সব সমস্যায় পড়ে যাই, গেমের পারফরমেন্স
ও টিকে থাকার বিষয়টিও সেইসাথে এসে যায়।
নীচে কিছু সমস্যার কথা তুলে ধরা হল সেই সাথে
কিভাবে এগুলোর সমাধান করা যায় তাও দেখানো হল:
১. গেম ইন্স্টল করা যাচ্ছেনা।
২. গেম ইন্স্টল করার সময় এরর দেখাচ্ছে।
৩. গেমটি লোড হওয়ার সময় এরর দেখাচ্ছে।
৪. খেলা শুরু হতেই গেমটি ক্রাশ করেছে।
৫. ভিডিও সমস্যা দেখা দিয়েছে।
৬. সাউন্ড সমস্যা দেখা দিয়েছে।
৭. অনলাইন গেম সার্ভারের সাথে কানেকশন হচ্ছেনা।
৮. গেমের ভিতরে হেল্প, হিন্টস, উপদেশ কিভাবে কাজে লাগাব।
৯. অন্যান্য গেম বিষয়ক সমস্যা।
এবার সমাধান গুলো দেখব:
১. গেম ইন্স্টল করা যাচ্ছেনা-
* লক্ষ্য করুন আপনার পিসির ড্রাইভটি গেমের
সিডি বা ডিসকেট পড়তে পারছে কিনা। যেমন
উইন্ডোজের ইউজাররা উইন্ডজ এক্সপ্লোরার দিয়ে
সিডিটি অপেন করতে পারেন। যদি সিডিটি অটোপ্লে
হতে চায় তাহলে আপনাকে হয়ত ড্রাইভে রাইটক্লিক করে
এক্সপ্লোরে ক্লিক করতে হবে ড্রাইভটি অপেন করার জন্য।
* যদি কোন এরর ছাড়াই সিডি পড়া যায় তবে দেখুন
আপনার কম্পিউটার গেমটির মিনিমাম রিকয়ারমেন্ট
ফুলফিল করছে কিনা? যদি আপনার পিসিতে যথেষ্ট
পরিমান জায়গা না থাকে বা মিনিমাম রিকয়ারমেন্ট
ফুলফিল না করে তবে গেম চলবে না।
* যে গেমটা ইন্সটল করতে যাচ্ছেন সেটা আপনার
অপারেটিং সিস্টেমের ভার্সনের সাথে সামনজস্যপূর্ন কিনা
যাচাই করে নিন। উইন্ডোজ ৯৮ এর জন্য বানানো গেম
উইন্ডজ এক্সপিতে চলবেনা।
* অটোপ্লে সেটআপ মেনুর পরিবর্তে setup.exe
বা install.exe সরাসরি চালান গেম ইন্সটল করার জন্য।
* CD-KEY বা Serial
Number দেয়ার সময় নিশ্চত
হয়ে নিন সঠিক নাম্বার দিচ্ছেন কিনা। যদি আপনি সিডি
কি হারিয়ে ফেলেন বা এটি কাজ না করে তবে গেম
ডেভেলপারদের সাথে যোগাযোগ করতে হবে।
* ব্যাকগ্রাউন্ডে চলা কোন প্রোগ্রাম গেম ইন্সটলেশনে ঝামেলা
করতে পারে। তাই সব প্রোগ্রাম বন্ধ করে নিন।
২. গেম ইন্স্টল করার সময় এরর দেখাচ্ছে-
* কম্পিউটার গেম রিকয়ারমেন্ট চেক করুন। যদি
আপনার কম্পিউটার আউট অফ ডিস্ক স্পেস থাকে ইন্সটল
করার সময় তাহলে এরর দেখাবে।
* চেক করুন সিডিটি পরিস্কার কিনা বা এতে কিন স্ক্রেচ
আছে কিনা। সিডি কিভাবে পরিস্কার করবেন বা সিডিরম
কিভাবে খুজে পাবেন সেই ধারণা আপনার থাকতে হবে।
* ব্যাকগ্রাউন্ডে চলা সব প্রোগ্রাম বন্ধ করে নিন। গেম
ইন্সটলেশনে এগুলি ঝামেলা করতে পারে ও এরর দেখাতে পারে।
৩. গেমটি লোড হওয়ার সময় এরর দেখাচ্ছে-
* গেমটি যদি সিডি থেকে চলে তাহলে সঠিক সিডিটি ঢুকান
আছে কিনা চেক করুন। অনেক ক্ষেত্রে প্রথম বা শেষ
সিডিটার দরকার হয় গেম লোড করতে গেলে।
* চেক করুন গেম ডকুমেন্টেশনে কিভাবে এররটি দূর
করবেন তা দেওয়া আছে কিনা। যদি দেয়া থাকে তবে
সেই অনুযায়ী পদক্ষেপ নিন।
* চেক করুন কোন পেচেস বা আপডেট ফাইল
আছে কিনা গেমটির ওয়েবসাইটে। থাকলে ডাউনলোড করুন।
* মাইক্রোসফট ডাইরেক্ট এক্সেল লেটেস্ট ভার্সন ইন্স্টল
করা আছে কিনা চেক করুন। অনেক সময় এটা
আপডেট না থাকলে গেম লোডিং সমস্যা হয়।
* কিছু গেমে অপেনজিএল ও কুইকটাইমের মতো প্রোগ্রাম
দরকার হয় চালাতে গেলে। তাই এগুলো ইন্স্টল আছে কিনা দেখুন।
* গেম চালানোর আগে সব প্রোগ্রাম বন্ধ করে নিন।
* গেম ইন্স্টল করার পরে একবার হলেও পিসি রিবুট
করুন। অনেক সময় পিসি রিবুট না করা পর্যন্ত ফাইল
খুজে পায় না।
* কম্পউটার যদি ওভারলক হয়ে যায় তবে কম্পিউটারের
সঠিক সেটিংসের মাধ্যমে পূর্বের স্পিড ফিরে পাবার চেস্টা করুন।
* যদি এগুলো চেস্টা করার পরেও গেম লোডিং
সমস্যা থেকে যায় তাহলে আবার গেমটি ইন্স্টল করুন।
৪. খেলা শুরু হতেই গেমটি ক্রাশ করেছে-
* চেক করুন কোন পেচেস বা আপডেট ফাইল
আছে কিনা গেমটির ওয়েবসাইটে। থাকলে ডাউনলোড করুন।
* ব্যাকগ্রাউন্ডে চলা সব প্রোগ্রাম বন্ধ করে নিন।
তারপরেও যদি ঝামেলা করে তবে গেমটি সেফমুডে ইন্স্টল করুন।
* ভিডিও এবং সাউন্ড কার্ড লেটেস্ট আপডেট আছে কিনা চেক করুন।
* যদি এগুলো চেস্টা করার পরেও সমস্যা থেকে
যায় তাহলে আবার গেমটি ইন্স্টল করুন।
৫. ভিডিও সমস্যা দেখা দিয়েছে-
* চেক করুন আপনার লেটেস্ট ভিডিও ড্রাইভারটি
আছে কিনা আপনার ভিডিও কার্ডের জন্য।
* মাইক্রোসফট ডাইরেক্ট এক্সেল লেটেস্ট ভার্সন ইন্স্টল
করা আছে কিনা চেক করুন।
৬. সাউন্ড সমস্যা দেখা দিয়েছে-
* সাউন্ড কার্ডের সাথে লেটেস্ট সাউন্ড ড্রাইভারটি
আছে কিনা দেখুন।
* মাইক্রোসফট ডাইরেক্ট এক্সেল লেটেস্ট ভার্সন ইন্স্টল
করা আছে কিনা চেক করুন।
* সাউন্ড কার্ড সেটিংস চেক করুন- ক্লিক
স্টার্ট->প্রোগ্রাম->এক্সেসরিজ। ক্লিক সিস্টেম টুলস,
ক্লিক সিস্টেম ইনফরমেশন।
৭. অনলাইন গেম সার্ভারের সাথে কানেকশন হচ্ছেনা-
* চেক করুন কোন পেচেস বা আপডেট ফাইল
আছে কিনা গেমটির ওয়েবসাইটে। থাকলে ডাউনলোড
করুন। অনেক সময় গেমটি সার্ভারের সাথে কানেক্ট
করার জন্য একই র্ভাসন দরকার হয়।
* কিছু গেমের জন্য অন্য প্রোগ্রাম ইন্স্টল করার দরকার হয়।
দরকারী প্রোগ্রাম ইন্স্টল আছে কিনা দেখুন।
* এক ঘন্টা অপেক্ষা করে দেখুন সার্ভারের সাথে কানেক্ট
হয় কিনা। অনেক সময় সার্ভারটি ডাউন ও থাকতে পারে।
৮. গেমের ভিতরে হেল্প, হিন্টস, উপদেশ কিভাবে কাজে লাগাব-
*গেমের সাথে দেয়া তথ্যগুলো পড়ুন। আবার এদের
ওয়েবসাইটে দেয়া তথ্য পড়ুন।
৯. অন্যান্য গেম বিষয়ক সমস্যা-
এত কিছু করার পরেও যদি এরর দেখাতে থাকে তবে সেই
এত কিছু করার পরেও যদি এরর দেখাতে থাকে তবে সেই
গেমটির ওয়েবসাইট ভিজিট করুন, অনলাইন হেল্প দেখুন,
ফোরামে চিঠি দিতে পারেন বা চেট করে দেখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন