Get Flower Effect

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যোগ করুন...

আমরা হয়ত অনেকেই লক্ষ্য করেছেন অনেক পেন ড্রাইভের ব্যাকগ্রাউন্ডে 

ইমেজ  যুক্ত করা, প্রথম অবস্থায় দেখলে অবাক লাগতে পারে কিন্তু কাজটি 

অত্যন্ত  সহজ  আসুন দেখা যাক কিভাবে পেন ড্রাইভের ব্যাকগ্রাউন্ডে পছন্দের 

ছবি যোগ করা  যায়। প্রথমে আপনি নোটপ্যাড খুলুন এবং নিচের কোডগুলো 

কপি করে পেস্ট  করুন।

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

IconArea_Image=background image

উপরের কোডে আপনি background image এর জায়গায় আপনি যে 

ইমেজটি  ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে চান তার নাম লিখুন। 

উদাহরণসরূপ: test.jpgএখন আপনি ফাইলটিকে desktop.ini নামে সেভ 

করুন। এবার আপনি desktop.ini ফাইলটি এবং আপনার নিধারিত ইমেজটি 

(যে ইমেজটি / test.jpgব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে দিবেন) পেন ড্রাইভে সেন্ড 

করুন। ইচ্ছে করলে ফাইল দুটিকে হাইড করেও রাখতে পারেন যাতে 

দুঘটনাবশত ফাইল দুটি ডিলেট না হয়।

এরপর আপনার ইউএসবি ড্রাইভটিকে রি-ফ্রেশ করুন অথবা পুনরায় প্লাগইন 
করুন। দেখবেন আপনার ইউএসবি ড্রাইভে আপনার পছন্দের ইমেজ ব্যাক-
গ্রাউন্ড আকারে হাজির হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com