Get Flower Effect

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

কম্পিউটার হবে অটো Refresh ...

কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন । যাই হোক, আমি আজকে আপনাদের একটা ছোট টিপস শেখাব। টিপসটি হল কিভাবে সয়ংক্রিয়ভাবে রিফ্রেস করা যায়। এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না। এজন্য আপনাকে যা করতে হবে:

Start Menu -> Run এ গিয়ে regedit লিখে ok করুন। 
Registry Editor চালু হবে। HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update এ গিয়ে ডান পাশে লেখা দেখবেন UpdateMode। 
এটাতে ডাবল ক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন। 
কম্পিউটার রিস্টার্ট করুন। 
ব্যাস হয়ে গেল। 
এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেস হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Flying Twitter Bird Widget By bdtechzone.com