আমি দেখেছি অনেক এ্যাপস যারা বলে যে খুব সহজে আপনার প্রোফাইলের ভেজিটর বলে দেবে। কিন্তু তারা বাস্তবে এ কাজ পারেনা। তাই আমি নিজেই শুরু করে দিলাম কিভাবে তা আসলেই সম্বব। হ্যা আমি পেয়েছি। ওকে, আমরা আজকে তৃতীয় পক্ষ কোন এ্যাপস এর সাহায্য্ নিবো না। শুধু নিচের স্টেপগুলো ফলো করেন:
- আপনার ফেসবুক একাউনে্ট লগ ইন করুন
- আপনার হোম পেজটি আসার পর পেজ সোর্স কোড বের করুন। এজন্য রাইট বাটনে ক্লিক করে পেজ সোর্স কোড এ হিট মারুন। অথবা ctrl + U চাপুন।
- এই নাম্বারগুলো হচ্ছে প্রোফাইল আইডি যারা সম্প্রতি আপনার প্রোফাইলটি ভিজিট করেছে।
- এখন যে কোন একটি আইডি নাম্বার নিয়ে তার ফেসবুক প্রো্ফাইল দেখুন।
- কেবল মাত্র নিচের মতো এড্রেস বারে টাইপ করুন
- profile id যায়গা টিতে আপনার খুজে পাওয়া আইডিটি দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন